সোনার চেয়ে দামি বোধহয় খুব কমই আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯১৮ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭১৯ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৮৭ টাকা। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭১২ টাকা এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৪৮৯৩ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।