ঝুঁকি ছাড়াই টাকা দ্বিগুণের পথ দেখাচ্ছে কিষাণ বিকাশ পত্র Kisan Vikas Patra (KVP)

পোস্ট অফিস বা বাঙ্কে করা যেতে পারে কিষাণ বিকাশ পত্র। সরকারের এই আর্থিক যোজনা অনুযায়ী, জমা অর্থ দ্বিগুণ হতে সময় লাগে ১২৪ মাস(১০ বছর ৪মাস)।

১৯৮৮ সালে ভারতীয় ডাক বিভাগ (India Post)প্রথম এই আর্থিক যোজনা নিয়ে আসে।

এখন কোনও ব্যক্তি এই স্কিমে ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করতে গেলেই দেখাতে হবে প্যান কার্ড।

এমনকী ১০,০০,০০০ টাকার বিনিয়োগের ক্ষেত্রে আয়ের প্রমাণ দেখাতে হবে আমানতকারীকে।

এই স্কিমে টাকা রাখলে আমানতকারী ৬.৯ শতাংশের চক্রবৃদ্ধি হারে (Compounding Interest) সুদ পাবেন।

ব্যক্তিগত (Personal) বা যৌথভাবে অ্যাকাউন্ট (joint account) খুলতে পারেন আমানতকারীরা।

তবে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীর সংখ্যা ৩ অতিক্রম করলে হবে না।১৮ বছর হলেই এই অ্যাকাউন্ট খোলা যাবে।

সবার ক্ষেত্রে টাকা জমার ন্যূনতম পরিমাণ ১০০০টাকা।কোনও ব্যক্তি চাইলে একাধিক Kisan Vikas Patra অ্যাকাউন্ট খুলতে পারেন।