পোস্ট অফিসে ম্যাচুরিটি পিরিয়ডের আগেই টাকা তোলার সুবিধা রয়েছে। জেনে নিন, কোন প্রকল্পে কতদিনের 'লক ইন পিরিয়ড'

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস স্কিমে অ্যাকাউন্ট হোল্ডার মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না।

এই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার মেয়াদপূর্তির আগে মারা গেলে টাকা নমিনিকে দেওয়ার পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করলে, ১২৪ মাস পর বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হয়ে যায়। এই স্কিমের লক-ইন পিরিয়ড ৩০ মাস।

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা দেওয়া হয়। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর।

MIS-এ ২ বছর থেকে ৩ বছরের মধ্যে টাকা তুললে ২ শতাংশ জরিমানা দিতে হবে। ৩-৫ বছরের মধ্যে টাকা তুললে ১ শতাংশ জরিমানা দিতে হয়।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে টাকা রাখালে ৩ বছর পর টাকা তোলার সুবিধা রয়েছে৷ মেয়াদপূর্তির আগে টাকা তুললে সেভিংসের মতো সুদ পাবেন।

পিপিএফ অ্যাকাউন্টের লক-ইন পিরিয়ড ৫ বছর। এই সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না।

মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট থেকে তোলার কিছু নিয়ম রয়েছে।

গুরুতর অসুস্থতার ক্ষেত্রে, সন্তানের শিক্ষা ও বিয়ের খরচের ক্ষেত্রে PPF থেকে টাকা তুলতে পারবেন।