গাড়িতে চড়লে অনেক বাচ্চার মোশন সিকনেস হতে পারে।

বাসে ওঠার আগে একটি কৌটোয় লেবুর টুকরো নিয়ে উঠুন। মাঝে মাঝে শুঁকতে পারে।

পুদিনা পাতার তেল বমি ভাব কমায়।

হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুঁকুন মাঝে মাঝে। বমি কমবে।

গাড়িতে উঠলেই বমি বমি ভাব ?

ট্রেন বা বাসে গাড়ির গতির বিপরীতে মুখ করে বসবেন না। মাথা ঘোরার বেড়ে যায়।

দারচিনির ঝাঁঝালো গন্ধ বমিভাব দূর করতে সাহায্য করে।

মুখের গন্ধ দূর করার জন্য দারচিনি অনেকেই মুখে রাখতে পছন্দ করেন।

বাসে উঠলেই বমি পায়?

চলন্ত বাসে উঠে বই পড়বেন না বা মোবাইলে কোনও লেখা পড়বেন না।

গা গোলানো, বমি থামাতে আদা দারুণ কাজ করে।

কুচি কুচি আদা নিয়ে , অথবা রস বের করে, কয়েক ফোঁটা মধু যোগ করে খেতে পারেন।

শিশুদের বমি কমাতে একটি ঘরোয়া প্রতিকার এলাচ-দানা।

পেট ঠিক রাখতে, গা গোলানো কমাতে সাহায্য করে ছোট এলাচ। বমি কমাতেও সাহায্য করে।