সারা বছর সময় পেয়েও রাখতে পারনেনি ৫০০ টাকা।এই ভুলের চরম মাশুল গুণতে হতে পারে আপনাকেই।

Public Provident Fund (PPF) অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে এখনই তা চালু করুন। নইলে এর ফল ভুগতে হবে।

নিয়ম বলছে, পিপিএফ অ্যাকাউন্ট ইন্যাকটিভ বা নিষ্ক্রিয় হয়ে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন অ্যাকাউন্ট হোল্ডার।

পিপিএফ অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে, আপনাকে ব্যাঙ্ক বা সেই পোস্ট অফিসে যেতে হবে, যেখানে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।

ফর্ম পূরণ করার পর যে বছরগুলিতে আপনি ন্যূনতম টাকা জমা দেননি , সেই ৫০০ টাকা করে আপনাকে দিতে হবে।

এই টাকা দেওয়ার পাশাপাশি গ্রাহককে প্রতি বছরের হিসেবে ৫০ টাকা করে জরিমানাও দিতে হবে।

অ্যাকাউন্ট হোল্ডার যদি বন্ধ পিপিএফ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলেও তাঁকে অনুমতি দেবে না সরকার।

নতুন নিয়ম অনুসারে, বর্তমানে কোনও ব্যক্তি দুটি পিপিএফ অ্যাকাউন্ট একসঙ্গে রাখতে পারবেন না। কর ফাঁকির কারণে এই কাজ করে থাকেন অনেকেই।