সরকারি সুরক্ষার পাশাপাশি পাবেন ভাল রিটার্ন। প্রবীণ নাগরিকদের জন্য এমনই স্কিম নিয়ে এসেছে সরকার।

প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করলে বয়সকালে রয়েছে নিশ্চিত পেনশনের সুবিধা।

দেশের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ২০১৭ সালের ৪ মে এই যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার।

LIC নিয়ন্ত্রণ করে এই স্কিম। আগে এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ৭.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত।

এখন সেই পরিমাণ বাড়িয়ে তা ১৫ লক্ষ টাকা করা হয়েছে।

বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হারে ১০০০ টাকা থেকে ৯২৫০ টাকা পর্যন্ত এই স্কিমে পেনশন পাওয়া যায়।

আপনি যদি ন্যূনতম ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পাবেন।

একইভাবে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন

যদি স্বামী-স্ত্রী একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩০ লক্ষ টাকা।

সেই ক্ষেত্রে ২ জনের পেনশন হবে প্রতি মাসে ১৮,৫০০ টাকা।এই স্কিমের আরও তথ্য পেতে 022-67819281 বা 022-67819290 নম্বরে যোগাযোগ করতে পারেন