Image Source: Pexels

বিয়ের আর কয়েকদিন বাকি আছে? কনের কিন্তু এই সময় সঠিক ভাবে ত্বক এবং চুলের যত্ন প্রয়োজন।

Image Source: Pexels

বিয়ের কয়েকদিন আগে থেকে কীভাবে নিজের ত্বক এবং চুলের যত্ন নেবেন কনেরা, তার জন্য রইল কিছু টিপস।

Image Source: Pexels

যেহেতু শীতের আমেজ বাতাসে এসে গিয়েছে এবং আবহাওয়া যথেষ্ট রুক্ষ-শুষ্ক তাই স্কিন হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখা প্রয়োজন।

Image Source: Pexels

মুখ পরিষ্কার রাখা ভীষণভাবে প্রয়োজনীয়। রাতে ঘুমানোর আগে ফেস মাস্ক শিট দিয়ে ম্যাসাজ করতে পারেন মুখে।

Image Source: Pexels

ত্বকের জেল্লা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন ফেস সিরাম। এতে উপকার পাবেন চটজলদি।

Image Source: Pexels

শুধু ত্বক নয়, যত্ন প্রয়োজন চুলেরও। সবার আগে খেয়াল রাখবেন চুল পরিষ্কার রাখতে হবে। তার জন্য নিয়মিত শ্যাম্পু করা দরকার।

Image Source: Pexels

যাঁদের চুল পড়ার বা রুক্ষ শুষ্ক চুল কিংবা চুলের ডগা ফাটার সমস্যা রয়েছে তাঁরা হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

চুল রুক্ষ শুষ্ক থাকলে শুধু শ্যাম্পু করলেই হবে না। সেই সঙ্গে কন্ডিশনারও লাগানোর প্রয়োজন রয়েছে।

Image Source: Pexels

শীতের মরসুমে যাঁদের বিয়ে তাঁরা বিয়ের আগে থেকেই ত্বক এবং চুলের পরিপাটি করে যত্ন নিন।

Image Source: Pexels

মুখে ব্যবহার করতে পারেন ফেস স্ক্রাব। তারপরে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে।