আইএমডিবির রেটিংয়ের নিরিখে প্রিয়ঙ্কা চোপড়ার 'বরফি' তালিকার শীর্ষে। মুক্তি পায় ২০১২ সালে।

দ্বিতীয় স্থানে রয়েছে 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। ২০১৯ সালে মুক্তি পায়।

২০০৯ সালে মুক্তি পায় 'কমিনে'। সেরার নিরিখে তিন নম্বরে এই ছবি।

২০০৬ সালে মুক্তি পায় 'ডন'। ৭.১ স্টার পেয়ে চতুর্থ স্থানে এই ছবি।

'বাজিরাও মস্তানি' মুক্তি পায় ২০১৫ সালে। রণবীর-দীপিকার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন প্রিয়ঙ্কা।

২০২১ সালে মুক্তি পায় 'দ্য হোয়াইট টাইগার'। আইএমডিবি-র তালিকায় ষষ্ঠ স্থানে এই ছবি।

প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত 'ডন ২'। মুক্তি পায় ২০১১ সালে। সপ্তম স্থানে রয়েছে।

২০১৫ সালে মুক্তি পায় মাল্টিস্টারার ছবি 'দিল ধড়কনে দো'। ৭ স্টার পেয়ে আইএমডিবি-র তালিকায় এটি অষ্টম স্থানে।

২০১২ সালে 'অগ্নিপথ' মুক্তি পায়। হৃত্বিক ও প্রিয়ঙ্কা অভিনীত এই ছবি রয়েছে নবম স্থানে।

২০০৮ সালে মুক্তি পায় ফ্যাশন দুনিয়ার গল্প নিয়ে 'ফ্যাশন'। আইএমডিবি-র তালিকায় এটি দশম স্থানে রয়েছে।