তাঁর সফর গিয়েছে বলিউড থেকে হলিউডে। শুধু অভিনয় নয়, গান থেকে শুরু করে ফ্যাশান সবকিছুতেই তিনি নিজের সাক্ষর রেখেছেন। কিন্তু বলিউড সফর সহজ ছিল না। সম্প্রতি বলিউডে গায়ের রঙ নিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া প্রিয়ঙ্কা জানিয়েছেন, গায়ের রঙের জন্য বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। এটা প্রভাব ফেলেছিল তাঁর মনেও। প্রিয়ঙ্কা মনে করেন, অন্য সমস্ত অভিনেতা অভিনেত্রীর চেয়ে বলিউডে নিজের জমি শক্ত করতে অনেক বেশি খাটতে হয়েছে তাঁকে। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী প্রিয়ঙ্কা ভাল গান করলেও গানকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করেননি। কারণ হিসেবে তিনি বলেছেন সময়ের কথা। প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, রকস্টারদের সম্মান করেন তিনি। তাঁর স্বামী নিক জোনাস জনপ্রিয় পপতারকা। এরপর 'লাভ এগেন' ছবিতে দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে