একবার চোখের দেখা দেখতে পেলে বর্তে যান লক্ষ লক্ষ মানুষ
বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশন
কিন্তু হীনম্মন্যতা নাকি গ্রাস করেছিল তাঁকেও!
নিজেই শৈশবের সেই অভিজ্ঞতা খোলসা করলেন অভিনেতা
ছোট থেকে জিভের জড়তা ছিল বলে জানিয়েছেন হৃতিক
তার জন্য স্কুলে রীতিমতো উৎপীড়নের শিকার হতে হতো!
তাতে নাকি স্কুলে যেতেও ইচ্ছে হতো না, কাঁদতেন সারাক্ষণ
তাই 'কোই মিল গয়া' ছবিতে রোহিতের চরিত্র করতে অসুবিধা হয়নি
স্কুলের অন্য ছেলেরা মিলে ভেঙে দেয় তাঁর সাইকেলও, জানালেন হৃতিক
সিনেমার দৃশ্যের মতো বাস্তবে তিনিও হেনস্থার শিকার হন