কৌতূকাভিনেতা থেকে রাজনীতিক , তার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও এক নতুন অধ্যায়ের সূচনা হল ভগবন্ত সিংহ মানের জীবনে ফের সাতপাকে বাঁধা পড়লেন, ঘর বাঁধলেন দ্বিতীয়বার পাত্রী গুরপ্রীত কউর, পেশায় চিকিৎসক ভোটের সময় একসঙ্গে কাজ করেছেন, তবে মা-বোনের পছন্দের পাত্রী এ বার বিবাহ সারলেন, বিশেষ অতিথি অরবিন্দ কেজরিওয়াল চণ্ডীগড়ে ছিমছাম অনুষ্ঠান, কাছের লোকজনই ছিলেন লাল লেহঙ্গায় ছিলেন কনে, অফ হোয়াইট শেরওয়ানিতে বর সতীর্থদের শুভেচ্ছা পেয়েছেন, সোশ্যাল সাইট ভরে গিয়েছে ছবিতে প্রথম স্ত্রীর নাম ইন্দরপ্রীত, দুই সন্তানও আছে ভগবন্তের পারস্পরিক সম্মতিতে ২০১৫ সালে বিচ্ছেদ