বড় সিদ্ধান্ত নিল পিএনবি সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমছে দেশের অন্যতম বড় সরকারি ব্যাঙ্কের সিদ্ধান্তে চিন্তা বাড়ছে গ্রাহকদের ডোমেস্টিক এবং NRI সেভিংস অ্যাকাউন্টে বদল পয়লা ডিসেম্বর থেকেই লাগু হচ্ছে নয়া সুদ কত সুদ রাখা হচ্ছে? ১০ লক্ষের নীচে বার্ষিক ২.৮০ শতাংশ কমিয়েছে ১০ লক্ষ টাকার ওপরে যাঁদের ব্যালেন্স রয়েছে সেখানে সুদের হার ২.৮৫ শতাংশ কমিয়েছে সরাসরি প্রভাব পড়বে নতুন ও পুরনো দুই গ্রাহকেরা উপরেই