ABP Ananda

এ যেন অন্য শপিংমল এখানে শুধুই বিক্রি হয় দেবী দুর্গার রংবেরঙের শোলার সাজ থেকে গহনা

ABP Ananda

দুর্গা প্রতিমার পোশাক পছন্দ করতে পুজো উদ্যোক্তারা ভিড় জমাচ্ছে বনকাপাশি গ্রামে।

ABP Ananda

এই গ্রামের প্রতিটি ঘরে ঘরেই  তৈরি হয় শোলার সাজ।

সেখানে তৈরি হচ্ছে শোলা,জরি ও চুমকি দিয়ে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ,কার্তিক ,গণেশের ঝলমলে  শোলারা পোশাক, সাজসজ্জা আর গহনা।

আদি সাদা ডাকের সাজ থেকে শুরু করে রংবেরঙের শোলার সাজ তৈরি করতে এখন ব্যস্ত বনকাপাসীর শোলা শিল্পীরা।

কার্তিক গণেশের জন্য তৈরি হচ্ছে রাজ পোশাক থেকে শুরু করে, নিত্য নতুন ডিজাইনের পোশাক।

দেবী দুর্গার জন্য পছন্দের রংবেরঙের শোলা ও জরির সাজ বেছে নিচ্ছে পুজো উদ্যোক্তারা।

দেবী দুর্গার সাজের জন্য কলকাতা থেকেও অর্ডার আসছে বনকাপাশি গ্রামে।

সেই সাজ তৈরি করতে ব্যাস্ত শোলা শিল্পে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আশীষ মালাকার।