বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ



সিরিজে এক ঝাঁক রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন



আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অশ্বিনের



ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি



বিশ্বের নবম বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট হবে অশ্বিনের



আর ১২ উইকেট নিলে প্রথম ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ শিকার হবে অশ্বিনের



আর ১৪ উইকেট নিলে অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন



দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন অফস্পিনার



ভারতের মাটিতে টেস্টে কুম্বলের রয়েছে ৩৫০ উইকেট, ৩৩৭ উইকেট রয়েছে অশ্বিনের



সব মিলিয়ে ৯৫ টেস্টে ৪৯০ উইকেট রয়েছে ৩৭ বছরের অশ্বিনের (ছবি - পিটিআই)