ভারতীয় দলে শেষ খেলেছেন ৭ মাস আগে



বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল তাঁর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ



ভারতীয় দল থেকে বাদ পড়েছেন



ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও সুযোগ পাননি



সেই চেতেশ্বর পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন



ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন



গাওস্কর, সচিন ও দ্রাবিড়ের রয়েছে এই কীর্তি



২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ২০,০১৩ রান হয়ে গেল পূজারার



রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৮টি হাফসেঞ্চুরি



ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৭১৯৫ রান করেছেন পূজারা