আজ ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন নিজের জন্মদিন উপলক্ষে কবি লিখেছিলেন- জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে, দোহাই ওগো তাঁদের দলে লও এ মানুষটাকে জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে এ জীবন নিত্যই নূতন আমার এ জন্মদিন মাঝে আমি হারা বাঙালির যাবতীয় মানবিক আবেগ, অনুভূতির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায় জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ