ভালোবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি নতুন রূপে ফিরছে ধারাবাহিক 'গেম শো' 'দিদি নম্বর ওয়ান'। ৮টি সিজন শেষ করে সিজন ৯-এ পা দিল জনপ্রিয় এই 'গেম শো'। ইতিমধ্যেই প্রায় হাজার এপিসোড শেষ করে ফেলেছে এই শো-টি। সঞ্চালিকার ভূমিকায় সিজন ৯-এ দেখা যাবে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। এই শো-এর দৌলতে তিনি এখন সবার 'দিদি'। নতুন সিজনে অনেক চমক থাকবে বলে জানাচ্ছেন সঞ্চালিকা রচনা। বদল আসবে খেলার নিয়মেও। 'দিদি নম্বর ওয়ান' ধারাবাহিকে মূলত মেয়েরাই আসেন প্রতিযোগী হিসেবে। তাঁদের সঙ্গে রচনার সহজ কথোপকথন মন কাড়ে দর্শকদের। গত ৮টি সিজনে ২ বার বিভিন্ন কারণে ধারাবাহিকের সঞ্চালিকা বদল হলেও দর্শকের চাহিদা মাথায় রেখে ফিরিয়ে আনা হয়েছে রচনাকেই সিজন শুরুর আগে সাদা শাড়ি পরে ফটোশ্যুট সারলেন রচনা। চ্যানেলের তরফ থেকে ভাগ করে নেওয়া হয়েছে এই ছবিগুলি। বাবার মৃত্যুর কারণে 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তবে ব্যক্তিগত শোক কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছেন তিনি, শুরু করতে চলেছেন নতুন সিজন। নতুন সিজন শুরু করার আগে দর্শকদের কাছে আশীর্বাদ ও ভালোবাসা চান সঞ্চালিকা রচনা।