আজ রাধাষ্টমী

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে

শ্রী রাধার জন্ম

আজ রাধাষ্টমী

ব্রতপালনে দুঃখ দুর্দশা দূর হয়, বলে বিশ্বাস।

ব্রতপালনে পরম শান্তি লাভ হয়, বলে বিশ্বাস।

আজ রাধাষ্টমী

আজ রাধাষ্টমী

ব্রতপালনে গৃহে অভাব থাকে না, বলে বিশ্বাস।

আজ রাধাষ্টমী

ব্রতপালনে সব অমঙ্গল দূর হয়, বলে বিশ্বাস।

আজ রাধাষ্টমী

আজীবন রাধা নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়।

সূর্যদেব বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করেন।

শ্রীরাধা তাঁরই সন্তান।

কথিত আছে, এক বার রাধানাম উচ্চারণ করলে

শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন।

ধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপস্খলন হয়।

বিশ্বাস করা হয় রা