ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম
শ্রী রাধার জন্ম
ব্রতপালনে দুঃখ দুর্দশা দূর হয়, বলে বিশ্বাস।
ব্রতপালনে পরম শান্তি লাভ হয়, বলে বিশ্বাস।
ব্রতপালনে গৃহে অভাব থাকে না, বলে বিশ্বাস।
ব্রতপালনে সব অমঙ্গল দূর হয়, বলে বিশ্বাস।
আজীবন রাধা নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়।
শ্রীরাধা তাঁরই সন্তান।
শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন।
ধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপস্খলন হয়।