'মৃত্যুপথযাত্রী' ছবির চিত্রনাট্য লেখক ও পরিচালক সাম্য সেনগুপ্ত ছবি মুখ্যভূমিকায় অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় পরেরদিন সকালেই যাঁর মৃত্যু, তার ঠিক আগের কয়েকটা ঘণ্টা ঠিক কেমন কাটে? ঠিক এমনই এক গল্প নিয়ে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'মৃত্যুপথযাত্রী'। সিনেমার শুরু হয় মৃত্যুর ঠিক আগের রাত থেকে। গোটা ছবি জুড়ে কেবল গরাদ, ফিরে দেখা অপরাধ, অনুতাপ তারপর মৃত্যু। গরাদের ওপারের একাকিত্ব, অনুতাপ সবকিছু অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাহুল। একাই গরাদের এপারে কখনও দেওয়ালে সরি লিখছেন রাহুল, কখনও আবার দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলছেন আমার ভুল হয়ে গিয়েছে। শেষে রাষ্ট্রপতির ফাঁসির আবেদন খারিজ হয় তার। শোনানো হয়, সকাল ৬টায় তাঁর ফাঁসি। ছবি সম্পর্কে রাহুল জানান, একজন মৃত্যুপথযাত্রী কয়েদির চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে যথেষ্ট খাটতে হয়েছে। পরিচালকের দাবি, এটাই অরুণোদয়ের জীবনের সেরা অভিনয়। এটাই পরিচালক সাম্য সেনগুপ্তর প্রথম কাজ।