বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে মধ্যাহ্নভোজ অন্য মেজাজে রাহুল গাঁধী পাত পেড়ে বসে খেলেন রাহুল মলপ্পুরম জেলার গাঁধী ভবন স্নেহারামাম বৃদ্ধাশ্রমে কেরলের ডিস ওনসাড্ডা বৃদ্ধাদের মাঝে বসে খেলেন রাহুল তিন দিনের সফরে ওয়েনাড়ে রাহুল জেলাশাসকের অফিসে রিভিউ মিটিং লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রকল্প নিয়ে খোঁজখবর মাঝে থিরুভামবাডেতে বক্তব্য পেশ অর্থনীতি নিয়ে কেন্দ্রকে নিশানা নোটবাতিল, জিএসটি ও তিন কৃষি আইন বিরুদ্ধে সোচ্চার দেশের বেকারত্ব নিয়েও অভিযোগ কেন্দ্রের বিজেপির সরকারের দিকে কৃষিকাজের গুরুত্ব নিয়ে বক্তব্য পেশ করেন কংগ্রেস সাংসদ।