পর্নকাণ্ড ও রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের।
পুলিশের নজরে ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। চ্যালেঞ্জের মোকাবিলা করব, প্রতিক্রিয়া শিল্পার
আজ রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের দিন আরও কিছুদিন বাড়ানো হয়েছে। ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে।
পুলিশের সন্দেহ, পর্ণ শ্যুটিং থেকে পাওয়া টাকা দিয়ে চলত অনলাইন বেটিং। এই কারণে রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মডেল ও অভিনেত্রীদের হুমকি দিতেন রাজ। পুলিশের হাতে এসেছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটও।
অন্যদিকে রাজ কুন্দ্রার আইনজীবী আদালতে বলেন, 'একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না'
আজ মুম্বইয়ে রাজ-শিল্পার বাংলোয় হানা দেয় পুলিশ। রেকর্ড করা হয় শিল্পার বয়ান। বাংলোতে তল্লাশিও চালানো হয় এদিন।
এই মামলায় ইতিমধ্যেই হাইকোর্টে পিটিশন দায়ের করছেন রাজ কুন্দ্রা। এর আগে আগাম জামিনের আবেদন করলেও ফল হয়নি।
পুলিশ সূত্রে খবর, অ্যাপের মাধ্যমে ভিডিও নিয়মিত বিদেশে পাচার করতেন রাজ। ক্রাইম বাঞ্চ এই বিষয়টিও খতিয়ে দেখছে।
বিতর্কের মধ্যেও ১৪ বছর পর রূপোলি পর্দায় ফের দেখা যাবে শিল্পাকে। আজ মুক্তি পেল 'হাঙ্গামা ২'