কাল, রবিবার রাখীবন্ধন। সারা দেশে পালিত হবে উৎসব
রাখীবন্ধন মূলত ভাই-বোনের উৎসব। একে অপরের খেয়াল রাখার শপথ নেওয়া হয়
মূলত ভাই-বোনের উৎসব হলেও, রাজ্যভেদে আলাদা রীতি প্রচলিত
সংস্কৃত শব্দ রক্ষাবন্ধনের অর্থ হল নিরাপত্তা, দায়িত্ব ও খেয়াল রাখা
রাখীবন্ধনের দিন আচার-রীতি ছাড়াও খাওয়া বিশেষ আকর্ষণের
রাখীর দিন দাদা-ভাইরা দিদি-বোনেদের নানা উপহার দেন
পশ্চিমবঙ্গে রাখী পূর্ণিমার সঙ্গেই পালিত হয় ঝুলন উৎসব
হরিয়ানায় রক্ষাবন্ধনের দিন সালোনো উৎসব পালিত হয়
মহারাষ্ট্রে কোলি সম্প্রদায়ের লোকজন রক্ষাবন্ধন বা রাখী পূর্ণিমার সঙ্গেই নারালি পূর্ণিমা পালন করেন
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখীবন্ধনকে সামাজিক উৎসবে পরিণত করেছিলেন