কাল, রবিবার রাখীবন্ধন। সারা দেশে পালিত হবে উৎসব

২২ অগাস্ট রাখী

রাখীবন্ধন মূলত ভাই-বোনের উৎসব। একে অপরের খেয়াল রাখার শপথ নেওয়া হয়

ভাই-বোনের উৎসব

মূলত ভাই-বোনের উৎসব হলেও, রাজ্যভেদে আলাদা রীতি প্রচলিত

রাজ্যভেদে আলাদা রীতি

সংস্কৃত শব্দ রক্ষাবন্ধনের অর্থ হল নিরাপত্তা, দায়িত্ব ও খেয়াল রাখা

সংস্কৃত শব্দ রক্ষাবন্ধন

রাখীবন্ধনের দিন আচার-রীতি ছাড়াও খাওয়া বিশেষ আকর্ষণের

রাখীবন্ধনের আচার-রীতি

রাখীর দিন দাদা-ভাইরা দিদি-বোনেদের নানা উপহার দেন

রাখীর উপহার

পশ্চিমবঙ্গে রাখী পূর্ণিমার সঙ্গেই পালিত হয় ঝুলন উৎসব

পশ্চিমবঙ্গে ঝুলন উৎসব

হরিয়ানায় রক্ষাবন্ধনের দিন সালোনো উৎসব পালিত হয়

হরিয়ানায় সালোনো উৎসব

মহারাষ্ট্রে কোলি সম্প্রদায়ের লোকজন রক্ষাবন্ধন বা রাখী পূর্ণিমার সঙ্গেই নারালি পূর্ণিমা পালন করেন

মহারাষ্ট্রে নারালি পূর্ণিমা

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখীবন্ধনকে সামাজিক উৎসবে পরিণত করেছিলেন

বাংলায় সামাজিক উৎসব