মা হচ্ছেন আলিয়া।

মা হচ্ছেন আলিয়া। বিয়ের তিন মাসের মধ্যেই সন্তানসম্ভবা অভিনেত্রী।

নেট মাধ্যমে হাজারো জল্পনা ।

রণলিয়ার জুটি নিয়ে চমকপ্রদ

রণলিয়ার জুটি নিয়ে চমকপ্রদ কিছু খবর ছড়িয়েছে নেটমাধ্যমে ।

জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী,

জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী, আসবে দুই সন্তান। তবে কি যমজ?

আরও দাবি ,

আরও দাবি , বিয়ের পরে ২ বছরে ২ সন্তান তাঁদের।

দ্বিতীয় সন্তান হলেই

দ্বিতীয় সন্তান হলেই খুলে যাবে রণবীরের ভাগ্যের দরজা?

আলিয়ার বিয়ের ওড়না, মঙ্গলসূত্র সবেতেই ছিল ৮।

আলিয়ার বিয়ের ওড়না, মঙ্গলসূত্র সবেতেই ছিল ৮। লাকি নম্বর?

সন্তান জন্মের তারিখের ক্ষেত্রেও ৮

সন্তান জন্মের তারিখের ক্ষেত্রেও ৮ এর সমীকরণ মানবেন রণলিয়া?

রণলিয়া মাস খানেক আগেই

রণলিয়া মাস খানেক আগেই জানতেন সন্তান আগমনের খবর?

আপ্লুত মহেশ বলছেন,

আপ্লুত মহেশ বলছেন, দাদুর চরিত্র পালন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।

মহেশ ভট্ট আরও বলেন,

মহেশ ভট্ট আরও বলেন, মা-বাবা দুজনেই খুব গুণী।

বিস্ময়কর জিন পেতে চলেছেন রণলিয়া জুনিয়র।

বিস্ময়কর জিন পেতে চলেছেন রণলিয়া জুনিয়র। আশা হবু দাদুর।

কিছুদিন আগেই আলিয়া প্রসঙ্গে রণবীর বলেন,

কিছুদিন আগেই আলিয়া প্রসঙ্গে রণবীর বলেন, ' আলিয়া আমার জীবনে ডাল - ভাত - তড়কা। আচারও। '