মা হচ্ছেন আলিয়া। বিয়ের তিন মাসের মধ্যেই সন্তানসম্ভবা অভিনেত্রী। নেট মাধ্যমে হাজারো জল্পনা । রণলিয়ার জুটি নিয়ে চমকপ্রদ কিছু খবর ছড়িয়েছে নেটমাধ্যমে । জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী, আসবে দুই সন্তান। তবে কি যমজ? আরও দাবি , বিয়ের পরে ২ বছরে ২ সন্তান তাঁদের। দ্বিতীয় সন্তান হলেই খুলে যাবে রণবীরের ভাগ্যের দরজা? আলিয়ার বিয়ের ওড়না, মঙ্গলসূত্র সবেতেই ছিল ৮। লাকি নম্বর? সন্তান জন্মের তারিখের ক্ষেত্রেও ৮ এর সমীকরণ মানবেন রণলিয়া? রণলিয়া মাস খানেক আগেই জানতেন সন্তান আগমনের খবর? আপ্লুত মহেশ বলছেন, দাদুর চরিত্র পালন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। মহেশ ভট্ট আরও বলেন, মা-বাবা দুজনেই খুব গুণী। বিস্ময়কর জিন পেতে চলেছেন রণলিয়া জুনিয়র। আশা হবু দাদুর। কিছুদিন আগেই আলিয়া প্রসঙ্গে রণবীর বলেন, ' আলিয়া আমার জীবনে ডাল - ভাত - তড়কা। আচারও। '