সোমবার সবার নজরে আনারস। কারণ আজ ইন্টার ন্যাশন্যাল পাইনঅ্যাপেল ডে।
আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস।
স্লিম ফিগার রাখতে আনারস শীর্ষে। আমাদের ওজন কমাতে সাহায্য করে আনারস।
আজ গোটা বিশ্বেই নানা ভাবে ইন্টার ন্যাশন্যাল পাইনঅ্যাপেল ডে পালিত হবে।
আনারসকে, পরিণত গাছ হতে ৩ বছর সময় লাগে।
১৪৯৩ খ্রীস্টাব্দে এই ফলটি প্রথম নজরে আনেন ক্রিস্টোফার কলোম্বাস।
পাইনআপেল নামের মধ্যে আপেল উচ্চারিত হলেও এটি মূলত বেরি।
বিশ্বের সবথেকে বড় সাইজের আনারসটি হল ৮.২৮ কেজি।
আনারসের হাওয়াইন নাম হল হালা কাহিকি ।
আনারস মূলত হসপিটালিটি এবং বন্ধুত্বের প্রতীক।