২০ ফেব্রুয়ারি রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড পরিচালক লভ রঞ্জন বিয়েতে হাজির থাকতে দেখা গেল বলিউডের একগুচ্ছ তারকাকে দীর্ঘদিনের প্রেমিকা আলিশা বৈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিচালক লভ রঞ্জন বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর তাঁরা নতুন জীবন শুরু করলেন পরিচালক লভ রঞ্জনের বিয়ের আসর বসেছিল আগ্রায় সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল বলিউড তারকাদের রণবীর কপূর, শ্রদ্ধা কপূরকে দেখা যায় সেখানে উপস্থিত থাকতে লভ রঞ্জনের বিয়েতে সকলের পরণেই হালকা রঙের পোশাক দেখা যায় আগ্রার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরিচালক লভ রঞ্জনের বিয়ের আসর