শেষ হচ্ছে ধারাবাহিক রানি রাসমণি, অন্তিম পর্বের সম্প্রচার আগামীকাল ধারাবাহিকে শ্রী রামকৃষ্ণের ভূমিকায় দেখা যেত সৌরভ সাহাকে। শ্যুটিং শেষে আবেগপ্রবণ তিনিও শেষদিনের শ্যুটিংয়ে মনখারাপ ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদেরও। শেষবারের মতো রানি রাসমণির পোষাক পড়লেন দিতিপ্রিয়া মাত্র ৩ মাস এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থেকেও শেষদিনে মনখারাপ অভিনেত্রী মিমি দত্তর। ধারাবাহিকে মা সারদার ভূমিকায় অভিনয় করতেন সন্দীপ্তা, শেষদিনের শ্যুটিংয়ে মনখারাপ তাঁরও। শ্যুটিং শেষে একসঙ্গে কেক কাটল টিম রানি রাসমণি, সেখানেও মিশে রইল বিষাদ এক ফ্রেমে জগদম্বা মিমি ও রামকৃষ্ণ সৌরভ জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে পড়াশোনা ও অভিনয় চালিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া।