রঞ্জি ট্রফির ফাইনালে প্রবল চাপে বাংলা ইডেনে সৌরাষ্ট্র ১৪৩ রানের লিড নিয়েছে বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানে শেষ হয়ে গিয়েছিল জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ৩১৭/৫ শেলডন জ্যাকসন ৫৯ রান করলেন বাংলার বোলাররা সারাদিনে ৮টি নো বল করেছেন, আকাশ দীপ একাই করেছেন ৭ নো বল ৮১ রানে ক্রিজে রয়েছেন অর্পিত বাসবডা ঈশান পোড়েল ও মুকেশ কুমার দুটি করে উইকেট নিয়েছেন চিরাগ জানির সহজ ক্যাচ ফেলে দিয়েছেন শাহবাজ আমেদ শনিবার বাংলার বোলারদের অগ্নিপরীক্ষা