অবশ্যই কাপড় ভাল করে কেচে সেটা উজ্জ্বল সূর্যালোকে শুকিয়ে নিন যৌনাঙ্গ পরিষ্কারের সাবান ব্যবহার না করাই ভাল। প্যাড বা কাপড় পরিবর্তনের আগে ও পরে ভাল করে হাত সাবান দিয়ে পরিষ্কার করুন যাতে সংক্রমণ প্রতিরোধ হয়। নিয়মিত স্নান করুন। প্রয়োজনে দিনে দু-বারও স্নান করা যেতে পারে। পিরিয়ডের সময়ে পরিষ্কার অন্তর্বাস, কাপড় বা প্যাড ব্যবহার করতে হবে। রেজার ব্যবহারে সচেতন হন। এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি। মেনস্ট্রুয়াল ক্যাপ ব্যবহার করলে তা অবশ্যই গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন। প্রাইভেট পার্ট জল দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট। আঙুল ঢুকিয়ে যোনি দ্বারের ভিতর পরিষ্কারের প্রয়োজন নেই। বারবার ন্যাপকিন (Napkin) বদলাতে হবে।