মেঘলা সকালে হঠাৎ দুঃসংবাদ, ৬৬ বছর বয়সে প্রয়াত পরিচালক অভিনেতা সতীশ কৌশিক ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার। শেখর কপূর পরিচালিত মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর অভিনয় চিরকালই মনে রাখবেন দর্শক। এই 'মিস্টার ইন্ডিয়া' ছবির হাত ধরেই শুরু হয়েছিল তাঁর অভিনয় জীবন, পরবর্তীকালে তিনি পরিচালনার কাজ করেন। তবে অভিনেতা হিসাবে ইন্ডাস্টিতে পা রাখলেও সতীশ কৌশিক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক হিসেবেই। 'হাম আপকে দিল মে রহেতে হ্যায়' ও 'তেরে নাম'-এর মতো ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন কৌশিক। আজ সতীশ কৌশিকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন তাঁর প্রিয় বন্ধু অনুপম খের। শেষ ছবি 'ইমাজেন্সি'-র মুক্তির আগেই প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক অভিনেতা।