শহর জুড়ে সাড়ম্বরে পালিত ৭৬ তম স্বাধীনতা দিবস৷ রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল এই দিন। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে ৭৬ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে পেজে শেয়ার করা হয় রেড রোডে স্বাধীনতা দিবস পালনের ছবি। এ দিন রাজ্যজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস, মেয়ো রোডে গান্ধী মূর্তি ও ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল লা গণেশন।