স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা। ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি। নাক, মুখ থেকে রক্তপাত, এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে।
গত বছর জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭। আর এ বছরের শুরু থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা ৩ হাজার ১০৪।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক।
ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কী করবেন? স্বাস্থ্য দফতর বলছে, বাংলার গ্রামীণ এলাকার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগের।
বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। আর জ্বর হলেই চিকিত্সঞকের পরামর্শ নিন।
চিকিৎসক দ্বৈপায়ন বিশ্বাস বলছেন, “ডেঙ্গি বাড়ছে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন। ফেলে রাখবেন না।’’