২৩ মে বৃহস্পতিবার দুপুর ১২টা ১২ মিনিট থেকে ২৪ মে শনিবার সকাল ১১.২২ মিনিট পর্যন্ত শিব যোগ থাকছে। (ছবি সৌজন্য- পিটিআই)



বুদ্ধ পূর্ণিমার দিন চাঁদের পুজোরও বিশেষ গুরুত্ব আছে। শিব যোগের সময় চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে মেলে সুফল। (ছবি সৌজন্য- পিটিআই)



চাঁদকে দুধ ও চিনি মিশিয়ে চালের অর্ঘ্য দিন। আর্থিক সমস্যা কাটবে। (ছবি সৌজন্য- পিটিআই)



২৩ তারিখ সকালে ভোরে গঙ্গায় স্নান করে দান করলেও ইচ্ছেপূরণ হবে বলে দাবি জ্যোতিষীদের। (ছবি সৌজন্য-পিটিআই)



বুদ্ধ পূর্ণিমার দিন অশ্বথ গাছের নিচে মিষ্টি ও জল নিবেদন করুন। আর্শীবাদ পাবেন মা লক্ষ্মীর।



নিজের রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করতে চাইলে ২৩ মে চাঁদের আলোয় ১৫ মিনিট থাকুন। পুজো করুন শিবের।



চাঁদের আলোয় শিবের ধ্যান ও পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে।



শিব যোগে ধ্যান করলে অবদমিত শক্তি জাগে। জ্ঞানের চোখ খোলার সঙ্গে আসে সাফল্য।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।