শনি এই গ্রহের অধিপতি তবে শাস্ত্র অনুসারে, শনি গ্রহের শাসক দেবতা ভৈরব

শনি ন্যায়ের দেবতা জীবনের সমস্ত পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসেবে তাঁকেই ধরা হয়

কুণ্ডলীতে শনি দুর্বল হলে সেই ব্যক্তিকে আর্থিক, মানসিক শারীরিকভাবে সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়

তবে কালভৈরবের পুজো করে রাশিচক্রে শনিকে শান্ত রাখতে পারেন

ভগবান শিব হলেন শনিদেবের গুরু কালভৈরবকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয়

যারা শনির প্রভাব থেকে মুক্ত হতে চান তারা একই সঙ্গে কালভৈরব এবং শিবের পুজো করতে পারেন

শাস্ত্রজ্ঞরা বলেন, মহাদেব এবং কালভৈরবকে একসঙ্গে পুজো করলে রাশিচক্র থেকে বড়ঠাকুর তাঁর দৃষ্টি সরিয়েই রাখেন