ধনতেরস। ধন ত্রয়োদশী। ধনদেবীরে আরাধনার দিন। এদিন সকলেই সোনা রুপোর মতো দামি ধাতু কিনে ঘরে রাখার চেষ্টা করেন। মানুষের বিশ্বাস, এই দিনে কেনা সম্পত্তি ১৩ গুণ বাড়ে গৃহস্থের ঘরে তবে সোনার দামের যা রকেট গতি, তা ধরা ছোঁয়ার বাইরে অনেকেরই। তাই সোনা কিনতে না পারলেও, অন্য কিছু মঙ্গল দ্রব্য কেনার পরামর্শ দেন অনেকে। ধনতেরসে সৌভাগ্যকে আমন্ত্রণ জানাতে পারে একটি সহজলভ্য মশলা। এদিন বাড়িতে কিনুন ধনে। খরচও খুব সামান্য । ১০ টাকা বড়জোর। ছোট্ট ধনের প্যাকেট কিনে প্রথমে ঈশ্বরকে নিবেদন করুন। তারপর ভাঁড়াড়ে রাখতে পারেন ।