এবার দুর্গাপুজোয় তিথিগুলি মিলেমিশ গেছে ।



বাংলায় বেশির ভাগ মণ্ডপেই পুজো হয় গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ।



গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, সপ্তমীর দুপুর থেকেই শুরু হয়ে যাচ্ছে অষ্টমী তিথি।



১০ অক্টোবর সকাল ৭টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ডে শুরু অষ্টমী তিথি



পরের দিন অর্থাৎ ১১ অক্টোবর ভোরে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে অষ্টমী ।



অষ্টমী তিথির শেষ কিছুক্ষণ ও নবমী তিথির শুরুর কিছুক্ষণ নিয়ে হয় সন্ধিপুজো।



তাই মোটামুটি ভোর ৬ টা ২০ নাগাদ শেষ করতে হবে অষ্টমীর অঞ্জলি



এখন অঞ্জলি অত ভোরে না দিতে পারলে কি , অষ্টমীর অঞ্জলি দেওয়া যাবে না ?



দেওয়া যাবে। যেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়, সেখানে অঞ্জলি দেওয়া যেতে পারে ।



বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে অষ্টমী থাকছে ১১ অক্টোবর, শুক্রবার সকাল ১২টা ৭ মিনিট পর্যন্ত



তাই সেই সব জায়গায় অঞ্জলি দিতে পারেন। বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়।



ডিসক্লেমার : প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।