এবছর গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে শুক্রবার দুপুর ৩টে-র সময়। আর শেষ হবে শনিবার বিকেল ৫.৩৭ মিনিটে।

অল্পতেই সন্তুষ্ট হওয়া ভগবান গণেশ কিছু জিনিস অপছন্দ করেন। তাই ভুলেও গণেশ চতুর্থীতে সেই কাজ করবেন না।

গণেশ পুজোতে তুলসি পাতা ব্যবহার করলে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন।



গণেশ পুজোর দিন বাড়িতে পেঁয়াজ , রসুন বা কোনও আমিষ খাবার রান্না করবেন না।

বাইরে বের হলেও চেষ্টা করবেন নিরামিষ খাবার খেতে।



গণেশ মূর্তি বা ছবির সামনে সবসময় প্রদীপ বা কোনও আলো জ্বালিয়ে রাখুন।



অন্ধকারে গণেশের মূর্তি দর্শনকে অশুভ বলে মনে করা হয় সনাতন ধর্মে।

বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি বা তাঁর ছবি রাখবেন না। এতে তিনি অসন্তুষ্ট হন।



গণেশ পুজোর দিন কালো বা নীল রঙের পোশাক পড়তে নিষেধ করা হয়েছে। এতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন।

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)