হিন্দু ধর্মে, সোমবার দিনটি ভোলেনাথ তথা ভগবান শিবকে সমর্পিত

সোমবার ভগবান শিবের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়

এই দিনে শিবের পুজো করলে মনোকামনা পূরণ হয়

সোমবার দিনে এই উপায় অবলম্বন করা যেতে পারে

সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান শিবের ধ্যান করুন, শিবলিঙ্গ স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরান

সূর্যদেবকে জল দিন

পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করুন

শিবকে সাদা চন্দনের তিলক পরান

শিবলিঙ্গে ধুতরা ফুল, দুধ, সাদা চন্দন ও চালে কালো তিল মিশিয়ে পুজো দিন

শিবমন্ত্র জপ করুন বা শিবরক্ষা স্তোত্র পাঠ করুন