দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মবার্ষিকী রাজীনীতিতে আসতেই চাননি, কিন্তু একপ্রকার বাধ্য হয়েই আসেন বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় দাদা সঞ্জয় গাঁধীর, শঙ্করাচার্য স্বামী শ্রী স্বরূপানন্দ দেখা করে রাজি করান রাজীবকে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, ‘ডিজিটাল ইন্ডিয়া’র রূপকার কম্পিউটার প্রযুক্তি, পিসিও পরিষেবায় যুক্ত হয় গ্রামীণ ভারত MTNL-এর প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য, সি-ডট বিপ্লবের জনক ভোটাধিকার প্রয়োগের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখা হয় প্রথম প্রথম দেখাতেই সনিয়া গাঁধীর সঙ্গে জীবন কাটাবেন ঠিক করেন বোফোর্স মামলায় কাটা ছিটোয়, মৃত্যুর পর মেলে ক্লিনচিট