ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসি কে তিনি? সেই বিষয়ে জেনে নেওয়া যাক নানা খুঁটিনাটি তথ্য তিনিই প্রথম কোনও মিশরীয় নেতা যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন। ২০১৪ সাল থেকে ইজিপ্টের প্রেসিডেন্টের পদে রয়েছেন আবদেল ফতাহ এল-সিসি। ইজিপ্টের বর্তমান প্রেসিডেন্ট সেদেশের প্রাক্তন সেনা আধিকারিক। ২০১৪ পর্যন্ত তিনিই ইজিপ্টের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ২০১৩ সালে মহম্মদ মোরসিকে সরিয়ে সামরিক অভ্যুত্থানের ঘটে। ২০১৪ সালে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে বসেন আবদেল ফতাহ এল-সিসি ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেছেন ইজিপ্টের বর্তমান প্রেসিডেন্ট। সেদেশেরই মিলিটারি অ্যাকাডেমি থেকে শিক্ষা সম্পূর্ণ করেন। পরে ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ থেকে অতিরিক্ত ট্রেনিং নেন তিনি।