Image Source: PTI
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসি
Image Source: PTI
কে তিনি? সেই বিষয়ে জেনে নেওয়া যাক নানা খুঁটিনাটি তথ্য
Image Source: PTI
তিনিই প্রথম কোনও মিশরীয় নেতা যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন।
Image Source: PTI
২০১৪ সাল থেকে ইজিপ্টের প্রেসিডেন্টের পদে রয়েছেন আবদেল ফতাহ এল-সিসি।
Image Source: PTI
ইজিপ্টের বর্তমান প্রেসিডেন্ট সেদেশের প্রাক্তন সেনা আধিকারিক।
Image Source: PTI
২০১৪ পর্যন্ত তিনিই ইজিপ্টের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
Image Source: PTI
২০১৩ সালে মহম্মদ মোরসিকে সরিয়ে সামরিক অভ্যুত্থানের ঘটে।
Image Source: PTI
২০১৪ সালে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে বসেন আবদেল ফতাহ এল-সিসি
Image Source: PTI
১৯৫৪ সালে জন্মগ্রহণ করেছেন ইজিপ্টের বর্তমান প্রেসিডেন্ট। সেদেশেরই মিলিটারি অ্যাকাডেমি থেকে শিক্ষা সম্পূর্ণ করেন।
Image Source: PTI
পরে ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ থেকে অতিরিক্ত ট্রেনিং নেন তিনি।
সমস্ত দেখুন
তেরঙ্গার আবেগে
হাতে পেলেন চাঁদ
পাহাড়ের কোলে ঝরনা, গোটাটাই বরফ
বিজেপির বৈঠক, তার আগেই রোড-শো মোদির