পাহাড়ের বুক থেকে ঝরঝরিয়ে নেমে আসছে ঝরনা। বছরের বাকি সময়ে এই চেনা ছবিটা এখন আর নেই। গোটা ঝরনাটাই জমে বরফ হয়ে গিয়েছে এটা কাশ্মীরের দ্রুং ঝরনা। গোটা ঝরনা যেন বরফের দেওয়াল। শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্যই শীতের মরসুমে এখানে ভিড় জমান পর্যটকরা। জমে গিয়েছে ঝরনা থেকে তৈরি হওয়া নদীটাও। গোটা কাশ্মীর উপত্যকায় এখন শৈত্যপ্রবাহ চলছে। আরও শীতের পূর্বাভাসের কথা বলেছে আবহাওয়া দফতর পহলগামে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস