সমুদ্রের তলদেশেও 'গ্লোবাল ওয়ার্মিং'? রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধিতে নতুন বিপদসঙ্কেত! বিজ্ঞানীরা সমুদ্রের পৃষ্ঠ থেকে তাপমাত্রার ডেটা স্ট্রিমিংও ট্র্যাক করছেন একেবারে তলদেশে হিমশীতল ঠান্ডা থাকার কথা সেখানেও উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কিছুটা এই তাপমাত্রার হেরফের সমুদ্রে অবস্থিত প্রাণীকূলকে প্রভাবিত করবে গত এক শতাব্দীতে প্রায় ১.৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে সমুদ্রের জলের এটি দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে সমস্যা আরও বাড়বে বলেই মত বিজ্ঞানীদের