হলুদ ফুলেল গাউন, খোলা চুলে ঝলমল করছেন বার্থ ডে গার্ল ঋতাভরী চক্রবর্তী। হাতে ফুল আর হালকা মেক আপে নিজের বাড়িতেই ঘরোয়া পার্টি করেছেন ঋতাভরী। ঋতাভরীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, মা, দিদি ও প্রেমিক তথাগত। ঋতাভরীর জন্মদিনে হাজির ছিল একাধিক কেক, প্রচুর উপহার। দুপুরের মধ্যেই ফিরে এসেছিলেন মা শতরূপা, মেয়ের জন্মদিনের পার্টিতে হাজির থাকলেন তিনিও। তথাগতের সঙ্গে ঋতাভরীর মিষ্টি ছবি, নিজেদের সম্পর্ক নিয়ে হামেশাই খোলামেলা তাঁরা। ঋতাভরীর জন্মদিনের থিম ছিল ৯০-এর দশক, কারণ ঋতাভরীর জন্ম ৯০-এর দশকে। জন্মদিনে বন্ধু স্টাইলিশ স্যান্ডির উপহার দেওয়া হলুদ পোশাক পরেছিলেন ঋতাভরী। ঋতাভরী তথাগত উপহার দিয়েছেন ছোটবেলার স্মৃতিভরা একটি ব্যাগ