লাল শাড়ি, খোলা চুল, কপালে বড় সিঁদুর টিপ, পাওলি দাম যেন দেবী দূর্গা। সোশ্যাল মিডিয়ায় 'সুলোচনা'-র চরিত্রের সাজে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পাওলি দাম। অরিন্দম শীলের নতুন ছবি ব্যোমকেশ 'হত্যামঞ্চ'-তে অভিনয় করছেন পাওলি দাম। কোমরে গয়না, গলার ভারি হার পাওলির সাজকে আলাদা মাত্রা দিয়েছে, তাঁর মাথায় মেঘের মতো চুল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' গল্পের আদলে তৈরি হচ্ছে ব্যোমকেশ হত্যামঞ্চ এর আগে সুলোচনার বেশে পাওলি যে ছবি শেয়ার করে নিয়েছিলেন সেই ছবিতে তিনি আধুনিকা। ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে 'ব্যোমকেশ-হত্যামঞ্চ'। ৪ বছর পরে পর্দায় ব্যোমকেশকে ফেরাচ্ছেন অরিন্দম-আবীর। অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়