গোলাপি পোশাকের সঙ্গে একঢাল খোলা চুল, গোলাপি সাজে ঋতাভরী যেন ষোড়শী

গোলাপি অফ শোলডার টপের সঙ্গে সাদা স্নিকার্স পরেছেন ঋতাভরী।

হালকা সাজ আর মুখের মিষ্টি হাসিই ঋতাভরীর সাজ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।

সামনেই মুক্তি পাবে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি'। আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

কেবল সাবেকি পোশাক নয়, সোশ্যাল মিডিয়ায় পাশ্চাত্য পোশাকেও সমান সাবলীল ঋতাভরী চক্রবর্তী।

সদ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই নজরকাড়া পোশাকটি বেছেছিলেন ঋতাভরী।

গাঢ় নীল ক্রপ টপের সঙ্গে বিভিন্ন রঙের সুতোর কাজ করা জমকালো লম্বা কোট পরেছিলেন ঋতাভরী।

খোলা চুলের সঙ্গে কানে ছোট দুল পরেছিলেন ঋতাভরী, এছাড়া আর কোনও গয়না পরেননি তিনি।

কোহল চোখে গাঢ় মেকআপ ছিল তাঁর, ঠোঁটে হালকা লিপস্টিক।

তাঁর লম্বা স্কার্টেও ছিল ভরাট কাজ।