আজ টলিউড অভিনেত্রী কোয়েলের জন্মদিন, মেয়েকে নিয়ে অজানা গল্প শোনালেন বাবা রঞ্জিত মল্লিক।

ছোটবেলায় থাকতেন যৌথ পরিবারে। ছোটরা মিলে, খুব আনন্দ করেই পালন হত কোয়েলের জন্মদিন।

বাঙালি নিয়মে বাড়িতে পায়েস হত, রান্না হত কোয়েলের প্রিয় পদও। সন্ধেবেলা সবাই মিলে কেক কাটা হত।

বাবা রঞ্জিত মল্লিক, কখনও শ্যুটিং রাখতেন না কোয়েলের জন্মদিনে।

কখনও যদি বাবার আউটডোর শ্যুটিং থাকত, জন্মদিনে বাবার সঙ্গে চলে যেতেন কোয়েল। রঞ্জিত মল্লিকও এই দিনটা কাছ ছাড়া করতেন না মেয়েকে।

বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান হত কোয়েলের জন্মদিনে, ছোটরা মিলে আনন্দ করত। যোগ দিতে রঞ্জিত মল্লিকও।

সময়ের সঙ্গে সঙ্গে জন্মদিনের জাঁক কমলেও, জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটান কোয়েল।

রঞ্জিত মল্লিক জানান, জন্মদিনের দিনটা অন্তত একটা বেলা, বাবা-মায়ের সঙ্গে কাটাতে বাড়িতে ছুটে আসেন কোয়েল।

কোয়েলের জীবনে এখন এসেছে ছোট্ট কবীর। একরত্তি ছেলেও খুব মজা করে মায়ের জন্মদিনে।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও, চিরকালই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন কোয়েল।