২০২৪ সালের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে শুক্রবারই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়ে রয়েছে জল্পনা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে কিছুদিন দূরে ছিলেন দুই তারকা আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোহলি ও রোহিত খেলবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয় দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলতে প্রধান নির্বাচক অজিত আগরকর দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন শোনা যাচ্ছে, কোহলি ও রোহিত - দুই তারকাই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন আগামী ২-১ দিনের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড সচিব জয় শাহ টিম কম্বিনেশন ভেবে তবেই নেওয়া হবে সিদ্ধান্ত (ছবি - পিটিআই)