এই প্রথমবার সত্যজিৎ রায়ের বাড়িতে পা রাখলেন রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় বিশপ লেফ্রয় রোড থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী সত্যজিৎ রায়ের ব্যবহৃত চেয়ারকে প্রণাম করেন রূপম সোনার কেল্লা থেকে শুরু করে নায়ক, বিভিন্ন বিষয় নিয়ে রূপমের কথা হয় সন্দীপ রায়ের সঙ্গে কেবল সন্দীপ রায় নন, ললিতা দেবীও বিভিন্ন নথি নিয়ে যোগ দিয়েছিলেন সেই আড্ডায় সত্যজিৎ রায়কে ছোট থেকেই ঈশ্বরজ্ঞান করেন রূপম সত্যজিৎ রায়ের স্টাডি রুম ঘুরে দেখে আপ্লুত রূপম প্রথমবার সত্যজিৎ রায়ের বসতভিটেয় পা রেখে আবেগে ভাসছেন রূপম রূপমের কথায়, সময়ের সঙ্গে সঙ্গে এই ভাললাগা বাড়বে