জন্ম, পড়াশোনা বাংলায়... তারপরেও ভোজপুরী ছবিতেই প্রথম পরিচিতি পান বাঙালি অভিনেত্রী মোনালিসা



মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। জন্ম দক্ষিণ কলকাতার বাঙালি এক পরিবারে।



প্রথম ওড়িয়া ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন মোনালিসা, করেছেন হিন্দি ছবিও।



তেলুগু, কন্নড়, হিন্দি ও ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। বাংলাতেও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।



২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোনালিসা, তাঁর দীর্ঘদিনের প্রেমিকেই বিয়ে করেছেন তিনি।



অভিনয়ের পাশাপাশি, বিগ বসে গিয়েছিলেন মোনালিসা। সেখানেও বেশ পরিচিতি লাভ করেন তিনি।



অজয় দেবগণ ও সুনীল শেট্টির সঙ্গে অভিনয় করেছেন এই মোনালিসা, আপাতত তাঁর বাসস্থান মুম্বইতেই।



মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস, সিনেমা জগতে এসে নাম বদলে ফেলেন তিনি।



টেলিভিশন ও স্বল্প বাজেটের ছবিতে কাজ করে কেরিয়ার শুরু করেছিলেন মোনালিসা