ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে সলমন খানের 'বিগ বস'-এর নতুন সিজন



আগামীকাল থেকে জিও সিনেমায় দেখা যাবে 'বিগ বস'-এর নতুন সিজন।



আজ এই গেম শো-এর অভিনব প্রচার সারলেন সলমন। বাসের মাথায় সওয়ার হলেন তিনি



২০১০ সাল থেকে টেলিভিশনে ওই গেম-শো-এর একের পর এক সিজন সম্প্রচারিত হচ্ছে, দর্শকদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে এই সিজন



তবে সদ্য এই গেম-শোটি ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে। এর প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন কর্ণ জোহর



আর এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমনকে। দর্শকদের মধ্যে এই খবর ছড়াতেই উত্তেজনা বেড়েছে



এই শো-টি আগামীকাল থেকে রাত ৯টার সময় নিয়মিত প্রিমিয়ার হবে জিও সিনেমাতে



প্রিমিয়ার হয়ে যাওয়ার পরে যে কোনও সময়েই জিও সিনেমাতে দেখা যাবে সিজনগুলি



নতুন সিজন নিয়ে উচ্ছ্বসিত সলমন খানও। তাঁর মতে বিগ বসের এই সিজনে বিনোদন থাকবে অনেক বেশি



আলিয়া সিদ্দিকি, আকাঙ্ষা পুরী, ফলক নাজের মতো প্রতিযোগীরা থাকছেন এবারের সিজনে