Image Source: pixabay.com

আজ জন্মদিন বলিউডের 'সঞ্জু বাবা' সঞ্জয় দত্তের, একনজরে দেখে নেওয়া যাক তাঁক সম্পর্কে অজানা কিছু তথ্য

Image Source: pixabay.com

বলিউডে আত্মপ্রকাশ হয় বাবার পরিচালিত ছবি দিয়ে, সঞ্জয় দত্তের ডেবিউ ছবি 'রকি' দারুণ জনপ্রিয়তা পায়

Image Source: pixabay.com

২০১৩ সালে সঞ্জয় দত্ত যখন গ্রেফতার হন, তখন জেলে তাঁকে কাগজের ব্যাগ তৈরির কাজ করতে হত

Image Source: pixabay.com

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, সেই কাজের জন্য প্রতিদিন ৫০ টাকা করে পেতেন অভিনেতা

Image Source: pixabay.com

২০১৬ সালে যখন জেল থেকে ছাড়া পান সঞ্জয় দত্ত, সেখানে তিনি রোজগার করেছিলেন ৩০ হাজার টাকা

Image Source: pixabay.com

কিন্তু তার প্রায় সবটাই তিনি খরচ করে ফেলেছিলেন জেলের ক্যান্টিনে জেল থেকে বেরনোর সময় তাঁর হাতে ছিল ৪৫০ টাকা

Image Source: pixabay.com

'বাস্তব' এবং 'মুন্নাভাই এমবিবিএম' ছবি দুটি সঞ্জয় দত্তের কেরিয়ারের টার্নিং পয়েন্টও বলা যায়

Image Source: pixabay.com

বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন যে, যখন তাঁর ৯ বছর বয়স, সেই সময় প্রথম ধূমপান করেছিলেন

Image Source: pixabay.com

শোনা যায়, অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জয় দত্তের, কিন্তু অভিনেতার অত্যধিক মদ্যপানের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়

Image Source: pixabay.com

শোনা যায়, 'সাজন' ছবির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল আমির খানের কাছে, আমির রাজি না হওয়ায় প্রস্তাব যায় সঞ্জয় দত্তের কাছে